
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-০১ আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা ড্যাব নেতা ডা. মারুফ প্রতিদিনই ছুটে চলেছেন বিভিন্ন এলাকায়।
সম্প্রতি তিনি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করছেন উপজেলার গ্রাম-গঞ্জে। স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের হাতে এ লিফলেট তুলে দিচ্ছেন তিনি।
ডা. মারুফ বলেন, “রাষ্ট্র সংস্কারের এই ৩১ দফা আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের রূপরেখা। আমরা চাই এ বার্তাটি ঘরে ঘরে পৌঁছে যাক।”
জানা গেছে, তিনি ছাত্র রাজনীতি থেকেই সক্রিয়। ছাত্রদল থেকে উঠে আসা এই তরুণ নেতা বর্তমানে জেলা ড্যাবের দায়িত্ব পালন করছেন। এলাকার বিভিন্ন মহলে ইতোমধ্যে তিনি তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
স্থানীয় রাজনৈতিক মহল বলছে, কুড়িগ্রাম-০১ আসনে বিএনপি থেকে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও তরুণ নেতৃত্ব হিসেবে ডা. মারুফের তৎপরতা ইতোমধ্যেই আলোচনায় এসেছে।
উল্লেখ্য, কুড়িগ্রাম-০১ আসনে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা অন্তর্ভুক্ত। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যেই মাঠে নেমেছেন।