বৃহস্পতিবার, অক্টোবর ৯

ফুলতলায় শ্রমিকদল নেতার প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

জাতীয়তাবাদী শ্রমিকদল ফুলতলা উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ইসমাইল হোসেন মোড়ল তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ফুলতলা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের পর থেকে কিছু দুস্কৃতকারী বিএনপির ছত্রছায়ায় থেকে লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজি করে আসছে। ফুলতলা বিএনপির সিনিয়র নেতারা বিষয়টি জানলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।

তিনি আরও বলেন, গত ১৬ সেপ্টেম্বর খুলনা জেলা শ্রমিক দল তাকে আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে। এরপর থেকেই হাইব্রিড নেতা ও সন্ত্রাসীদের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকালে একদল সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে একটি পালসার মোটরসাইকেল ভাঙচুর ও তাকে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে ফুলতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে থানার ওসি মো. জেল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা শ্রমিক দলের আংশিক আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন ভুইয়া, যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল ইসলাম রাজু, মো. জাহাঙ্গীর সিকদার, মো. ইকবাল হোসেন মোড়ল, মো. সিরাজ মোড়ল, মো. মাসুম ভুইয়া ও সদস্য মো. ছলেমান লঙ্কর।
সংবাদ সম্মেলনে ইসমাইল হোসেন মোড়ল প্রশাসন ও দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *