
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা মহানগরীর বাগমারা চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই বড় ভাইকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শাহাদাত হোসেন দ্বীপ (৩২) ওই এলাকার মোজাফফর হোসেনের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দ্বীপের মেজো ভাই মো. তাহাজ্জত হোসেন অপু (২৯) দেশীয় অস্ত্র (দা) দিয়ে তার বড় ভাইয়ের দুই হাতের কব্জিতে কুপিয়ে জখম করেন। পরে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। বাড়ির লোকজন আহত শাহাদাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “পারিবারিক কলহের জেরে ছোট ভাই বড় ভাইকে কুপিয়ে জখম করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”