শুক্রবার, অক্টোবর ১০

নাগেশ্বরীতে স্কুলের তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ড বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা থেকে পড়ে মুন্তাহা নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মুন্তাহা ফুলবাড়ি উপজেলার নওদাবস গ্রামের একরামুল হক ও ফরিদা বেগমের মেয়ে। বিদ্যালয়ে ক্লাসের সময় শিশু মুন্তাহা বারান্দার গ্রিলে খেলা করতে থাকে খেলার একপর্যায়ে ৩য় তলার গ্রিলের ফাঁক দিয়ে পড়ে যায়। পরে প্রতিষ্ঠানটির শিক্ষক ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ রংপুর ম্যেডিক্যাল কলেজ হাসপাতালে  রেফার করে  রংপুরে নেওয়ার পথে তিস্তা ব্রীজের কাছাকাছি শিশু মুন্তাহার  মৃত্যু হয়।

‎স্থানীয়দের অভিযোগ, স্কুল চলাকালে শিক্ষকরা যথাযথভাবে নজরদারি করেন না। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *