বৃহস্পতিবার, অক্টোবর ৯

কয়রায় ১০৩ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার কয়রায় বিশেষ অভিযানে ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তির নাম মিজানুর রহমান (আংটিহারা গ্রাম, কয়রা, খুলনা)।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টার দিকে স্টেশন কয়রার একটি বিশেষ দল ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায়। এ সময় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ ফাঁদসহ মিজানুর রহমানকে আটক করা হয়।

পরে উদ্ধারকৃত মাংস, হরিণের মাথা, শিকারের ফাঁদ ও আটককৃত ব্যক্তিকে আন্দারমানিক ফরেস্ট অফিসে আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, বন ও বন্যপ্রাণী সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *