শুক্রবার, জানুয়ারি ২

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

|| জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় স্টার হোটেল নামের একটি আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তুহিন লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে। তিনি সুন্দরবন কলেজের সাবেক ভিপি সুমনের ছোট ভাই।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার সুদর্শন কুমার রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। কক্ষের দরজা ভিতর থেকে আটকানো থাকায় ভেঙে প্রবেশ করতে হয়। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *