বৃহস্পতিবার, অক্টোবর ৯

দলের দুর্দিনে কর্মীদের ডিঙানোর চেষ্টা করবেন না সুদিনের কর্মীরা -আলতাফ হোসেন চৌধুরী

|| মোঃ শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির সদস্য ফরম পূরণ ও নবায়ন করা হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সুবিদখালি দারুস সুন্নাত মাদ্রাসার দ্বিতীয় তলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তান সাবেক এয়ার ভাইস মার্শাল (অবঃ), সাবেক সফল স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী মোঃ আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা নেতৃবৃন্দ ও মির্জাগঞ্জের সোনালি সন্তান জনাব ফিরোজ আলম গোলদার। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ আল আমিন প্রিন্সসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ।

অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপি, যুবদল, ছাএদল, কৃষকদল, শ্রমিক দল ও মুক্তিযোদ্ধা সংসদ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমাদের দুর্দিনে যে সকল নেতাকর্মী ছিলেন জেল-জুলমের শিকার হয়েছেন, বন্দুকের নলের মুখে যারা বুক পেতে দিয়েছেন, তাদের সামনে কোনো নব্য বিএনপি ও সুদিনের কর্মীরা আসার চেষ্টা করবেন না, অর্থাৎ ডিঙানোর চেষ্টা করবেন না। তিনি আরো বলেন, ভারত আমাদের বন্ধু না। তারা আমাদের দেশকে স্বাধীন করতে সাহায্য করছে তাদের স্বার্থের জন্য, পাকিস্তান হঠানোর জন্য। স্বাধীনতার সময় বাংলাদেশ থেকে তারা অনেক কিছু নিয়ে নিয়েছে, যা কোনো বই পুস্তকে বা পএিকায় কেউ লেখার বা বলার সাহস করে নাই। আগামী নির্বাচনকে সামনে রেখে আপনারা কাজ করে যান ইনশাআল্লাহ আমরাই সফল হবো।

সর্বশেষ সভার সভাপতি জনাব আমিনুল ইসলাম খোকন সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *