বৃহস্পতিবার, অক্টোবর ৯

হলে ও সাংবাদিক সংগঠনে থাকতে পারবেন না ইবি শিক্ষার্থী আবরার

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ আল আবরারের বিরুদ্ধে শাহ আজিজুর রহমান হলে সিট বরাদ্দ না দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোন সাংবাদিক ফোরামে থাকতে পারবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। গত ২৮ আগস্ট অনুষ্ঠিত ২৭০তম (সাধারণ) সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ সূত্রে, গত ২৯ মে দিবাগত রাতে শাহ আজিজুর রহমান হলে সংঘটিত ঘটনার কারণ উদঘাটন ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে সুপারিশ প্রদানের বিষয়ে উপাচার্য কর্তৃক গঠিত কমিটির সুপারিশ ও ২৮ আগস্ট অনুষ্ঠিত ২৭০তম সিন্ডিকেট সভার প্রস্তাব ও সিদ্ধান্ত ২৫ এর অনুমোদন অনুযায়ী কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ আল আবরার, রোল- ২১৩৫০১৬ কে শাহ আজিজুর রহমান হলে সিট বরাদ্দ না দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোন সাংবাদিক ফোরামে থাকতে পারবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হলো।

প্রসঙ্গত, ওয়াসিফ দীর্ঘদিন ধরে অবৈধভাবে শাহ আজিজুর রহমান হলে অবস্থান করে আসছিল। হলের প্রভোস্ট তাকে হল থেকে চলে যেতে বলার পরেও না গেলে গত ২৯ মে দিবাগত রাতে তাকে মারধর করে হল থেকে বের করে দেয় আবাসিক শিক্ষার্থীরা। এদিকে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনকারীদের ‘দুর্বৃত্ত’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগও রয়েছে। এছাড়া ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় গত ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটি থেকে তাকে বহিষ্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *