বৃহস্পতিবার, অক্টোবর ৯

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বোর্ডের কর্মকর্তারা এই পরিদর্শন করেন।

উপজেলার নারায়নপুর ইউনিয়নের চদ্দোঘুড়ির, উত্তর ঝাউকুটি, পাগলাহাট এলাকায় ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনে বসতবাড়ি, ফসলী জমি মসজিদ, মাদ্রাসা সরকারি স্থাপনা, প্রাথমিক বিদ্যালয়, কমিনিউটি ক্লিনিক, ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে হুমকির মুখে রয়েছে। এ বিষয়ে গত কয়েকদিন আগে উপজেলা চর উন্নয়ন কমিটি উল্লেখিত এলাকায় মানববন্ধন করে এবং পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম বরাবর নদী ভাঙ্গন রোধকল্পে আবেদন করে। ফলে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার অত্র এলাকা পরিদর্শন যান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী চর উন্নয়ন কমিটির সদস্য সচিব ওমর ফারুক, যুগ্ন আহবায়ক আশরাফ হোসেন আপেল, প্রেসক্লাব সভাপতি ও চর উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ অত্র এলাকার চর উন্নয়ন কমিটির আহবায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *