
|| স্পোর্টস ডেস্ক ||
এশিয়া কাপ আজ মঙ্গলবার (৯সেপ্টেম্বর) থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াতে যাচ্ছে। দেশটির দুবাই ও আবুধাবিতে খেলাগুলো হবে। এবারের আসরে মোট আটটি দল লড়বে শ্রেষ্ঠত্বের জন্য এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আফগানিস্তান ও হংকং।
জানা যায়, এই মহাদেশীয় টুর্নামেন্ট শুরুর আগেই ঘোষণা করা হয়েছে পুরস্কারের অর্থ। যেখানে বিজয়ী দল পাবে বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৬০ লাখ। আর রানার্সআপ দলকে দেওয়া হবে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন প্রায় ১৭ লাখ টাকা।
২০২৩ সালের শেষ এশিয়া কাপটি হয়েছিল ওয়ানডে ফরম্যাটে যেখানে শ্রীলংকাকে হারিয়ে শিরোপা জিতেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ওই আসরে ভারত পেয়েছিল প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা রুপি।