
|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||
ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হাজির আলী তেলপাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মোঃ বদর উদ্দিন (৪৮) পিতা: মৃত ফজলে মোড়ল, গ্রাম: বেজিয়াতলা, থানা – ঝিকরগাছা, জেলা- যশোর সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তার ব্যাটারি চালিত ভ্যানে ৪ জন যাত্রী নিয়ে ঝিকরগাছা হতে গদখালী যাওয়ার সময় হাজির আলী তেলপাম্পের সামনে পৌছালে বিপরীত দিক থেকে মোটরসাইকেল (হেলমেট বিহীন) যোগে মোঃ হৃদয়(১৭), পিতাঃ মোঃ অলিয়ার রহমান, গ্রাম: ইউসুফপুর ও মোঃ ফাহিম হোসেন(২০) পিতা: শের আলী, গ্রাম: বর্ণী, উভয় থানা ঝিকরগাছা, জেলা যশোর মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী এবং ব্যাটারি চালিত ভ্যানের চালক ও যাত্রী মোঃ ফারদীন হোসেন (১৮), পিতা মো: মারুফ হোসেন (টিটু), গ্রাম: পুরন্দপুর, বিহারীপাড়া ও মোছাঃ সাজেদা খাতুন(৬৫), স্বামী রফিকুল ইসলাম, গ্রাম: রাজাপুর, সর্ব থানা ঝিকরগাছা, জেলা যশোর আহত হয়।
তৎক্ষণাৎ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের কে উদ্ধারপূর্বক ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোঃ হৃদয় ও মোছাঃ সাজেদা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরে রেফার্ড করেন। অন্য দুইজন ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।