বৃহস্পতিবার, অক্টোবর ৯

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে দেড় হাজার প্রাণহানি: ইসলামী ঐক্য আন্দোলনের শোক

|| নিজস্ব প্রতিবেদক ||

আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ১৫শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল মোস্তফা তারেকুল হাসান। একইসাথে তারা ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম রাষ্ট্র-সহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংগঠনের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে তারা এই শোক প্রকাশ করেন।

সংগঠনটির কেন্দ্রীয় নেতৃদ্বয় বলেন, ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের কুনার প্রদেশে অন্তত দেড় হাজার মানুষ মারা গেছেন। আহত হয়েছেন অসংখ্য। এতে অন্তত সাড়ে ৫ হাজার বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। মহান আল্লাহর নিকট প্রার্থনা, নিহতদের শহীদী মর্যাদা দান করুন, আহতদের দ্রুত সুস্থ করে দিন ও তাদের পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন। এই রকম প্রাকৃতিক দুর্যোগ থেকে বিশ্ববাসীকে রক্ষা করুন।’

নেতৃদ্বয় আরো বলেন, এই ভয়াবহ দুর্যোগে বিধ্বস্ত অসংখ্য ঘরবাড়ি থেকে জরুরি উদ্ধার কাজ ও দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ সরবরাহ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমানে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে জরুরি মানবিক সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে। বিশেষ করে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে আফগান জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। সেইসঙ্গে আফগানিস্তানে এধরনের একটি মানবিক বিপর্যয়ে বাংলাদেশ থেকে ত্রাণসহ উদ্ধার কাজে সহায়তায় টিম পাঠানোর জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে দলটি।

উল্লেখ্য, আফগানিস্তানের স্থানীয় সময় রবিবার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয় দেশটিতে। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর আরও অন্তত তিনটি আফটারশক হয়। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *