বৃহস্পতিবার, অক্টোবর ৯

জাকসুতে লড়ছেন নরসিংদীর সন্তান তুষার আহম্মেদ শাওন

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১ নং হল সংসদে সহ সাধারণ সম্পাদক (AGS) পদে লড়ছেন নরসিংদীর বেলাবর কৃতি সন্তান তুষার আহম্মেদ শাওন।

তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। তিনি বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

আসন্ন জাকসু নির্বাচন ২০২৫ এ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনের বিষয়ে তিনি জানান “সে নির্বাচিত হলে সকলের কাধে কাধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করবেন।”

এ বিষয়ে তিনি বলেন, “আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নরসিংদীর সন্তান হয়ে নির্বাচন করছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি করাই আমার লক্ষ্য। প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা সাধারণ শিক্ষার্থীর কন্ঠস্বর হয়ে তাদের স্বপ্নপূরণে কাজ করতে চাই এবং ক্যাম্পাস প্রাঙ্গণে অপরাজনীতির বিরুদ্ধে দাড়াতে চাই।”

উল্লেখ্য, তিনি (জাবি) নরসিংদীর জেলা ছাত্র কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, স্থানীয় *ভোরের আলো যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের ও তার এলাকায় নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *