বৃহস্পতিবার, অক্টোবর ৯

ইউআইটিএসের ফার্মেসি বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ “Career Pathways in Pharmaceutical Research and Development- A Journey through Pharma R & D” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফার্মেসি বিভাগের উদ্যোগে সোমবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ডেপুটি ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট) মোঃ আসলাম হোসেন।

উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, সেমিনার মূল শিক্ষাকে প্রাণবন্ত করে তোলে এবং শিক্ষার্থীদের শিক্ষার সাথে সংযুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সেমিনারের মূল বক্তা মোঃ আসলাম হোসেনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান। একইসাথে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিবেচনায় এমন গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজনের জন্য ফার্মেসি বিভাগের ভূয়সী প্রশংসা করেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে মোঃ আসলাম হোসেন ক্যারিয়ার গঠনে ফার্মাসিউটিক্যাল গবেষণা ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি এই ক্ষেত্রের সম্ভাবনা ও সুযোগ সম্পর্কে আলোকপাত করেন এবং শিক্ষাথীদেরকে এই সেক্টরে সফল ক্যারিয়ার গড়তে হলে কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সেমিনার শেষে শিক্ষার্থীদের করা প্রশ্নের উত্তর প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের প্রভাষক জনাব সংগীতা দেবনাথ পূজা ও প্রভাষক জনাব মোঃ তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ্ আল নোমান এবং নাত-এ-রাসূল পরিবেশন করেন রুবাইয়া সুলতানা দিবা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সেমিনার শেষে মূল বক্তাকে ফার্মেসি বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *