রবিবার, আগস্ট ২৪

মানিকগঞ্জে ডাকাত সর্দার গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের শিবালয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. ছানোয়ার হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) তাকে শিবালয়ের উথলী এলাকা থেকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ছানোয়ার হোসেন উপজেলার জাফরগঞ্জ এলাকার ইউসুফ শেখের ছেলে।

শিবালয় থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালে শিবালয়ের দুর্গম চরাঞ্চল আলোকদিয়ায় ডাকাত দলের দু’গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে সুবাহান ডাকাতের ছেলে আখিনুরকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়। এ মামলায় বিজ্ঞ আদালত চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এর মধ্যে তিনজন কারাগারে থাকলেও ছানোয়ার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শুক্রবার (২২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উথলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ছানোয়ার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে শিবালয় থানায় ডাকাতি মামলাসহ একাধিক ওয়ারেন্ট রয়েছে। মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *