শনিবার, আগস্ট ২৩

সিরাজগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বাদ ফজর থেকে সকাল ১১ টা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের দারুল ইসলাম একাডেমী মিলনায়তনে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় তিন শতাধিক কর্মী এই বৈঠকে অংশগ্রহণ করে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম।

তিনি তার বক্তৃতায় বলেন, আপনারা হচ্ছেন সংগঠনের প্রাণশক্তি মাঠে ময়দানে থাকেন। আপনাদেরকে নৈতিক চরিত্রবান হতে হবে কারণ আপনাদেরকে দেখে অন্যরা উৎসাহিত হবে। আপনাদের মতামত দিবেন ঠিক আছে, সেটা আমির সাহেব যদি গ্রহণ না করেন তাতেও মন খারাপ করা যাবে না। সর্বশেষ যেটা সিদ্ধান্ত হবে সেটাই নিজের সিদ্ধান্ত বলে মেনে নিতে হবে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনে
আনুগত্যের কম বেশি হলে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে। সকল কর্মীদেরকে আল্লাহ রাসূলের আমলে যেভাবে সংগঠন পরিচালিত হতো সেইভাবে পরিচালনা করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

বৈঠকের সভাপতি ছিলেন সিরাজগঞ্জ শহর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফ। অনুষ্ঠান পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ।

জেলা আমির সবাইকে বেশি বেশি নফল এবাদত করার প্রতি গুরুত্ব আরোপ করেন। এবং প্রতিটা এলাকায় সংগঠনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য উদাত্ত আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *