শুক্রবার, অক্টোবর ১০

খাগড়াছড়ি সদর উপজেলা ত্রিপুরা যুব ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

”ঐক্য- শান্তি – প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আলোচনা সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে জেলা শহরের বিএনপি জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি ক্ষনি রঞ্জন ত্রিপুরা৷।

প্রধান অতিথির বক্তব্যে ক্ষনি রঞ্জন ত্রিপুরা বলেন, “ত্রিপুরা জাতির কল্যাণে কাজ করতে হলে আমাদের অবশ্যই অসাম্প্রদায়িক নেতৃত্বকে এগিয়ে নিতে হবে। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। খাগড়াছড়ির অসাম্প্রদায়িক নেতা ওয়াদুদ ভূইয়াকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। প্রায় দেড় যুগ ত্রিপুরা এমপি থাকলেও ত্রিপুরা জাতির দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।”

পরে আগামী তিন বছরের (২০২৫-২০২৭) জন্য ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ও ১০৬ জন সাধারণ সদস্য নিয়ে মোট ১৩১ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অপুময় ত্রিপুরা, সাধারণ সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক পিকেন ত্রিপুরা।

নবগঠিত কমিটির অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন-সহ-সভাপতি: অয়ন ত্রিপুরা, হংস চন্দ্র ত্রিপুরা, বাবুল ত্রিপুরা, জুমল্যান্ড ত্রিপুরা, ডবল মনি ত্রিপুরা ও সোহেলিকা ত্রিপুরা।যুগ্ম সাধারণ সম্পাদক: তপন ত্রিপুরা, ডানো ত্রিপুরা, হেতেন্দ্র ত্রিপুরা ও বিশাখা ত্রিপুরা।

সহ-সাংগঠনিক সম্পাদক: আলো বিকাশ ত্রিপুরা, ধমেন ত্রিপুরা ও চন্দন ত্রিপুরা। দপ্তর সম্পাদক: কিশোর ত্রিপুরা, সহ-দপ্তর সম্পাদক রেলিন ত্রিপুরা। অর্থ সম্পাদক: বিল্টন ত্রিপুরা, সহ-অর্থ সম্পাদক: পরেশ ত্রিপুরা। তথ্য ও প্রচার সম্পাদক: টুটুল ত্রিপুরা, সহ-প্রচার সম্পাদক: মমেন ত্রিপুরা। সমাজকল্যাণ সম্পাদক: রিন্টু ত্রিপুরা, সহ-সমাজকল্যাণ সম্পাদক: সুশান্ত ত্রিপুরা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য মিঠুন রাণী ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি মিলন ত্রিপুরা, কোষাধ্যক্ষ অরুন সেন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মতেন ত্রিপুরা এবং ত্রিপুরা ঐক্য পরিষদের নেতা চন্দ্র ত্রিপুরা।

বক্তারা সংগঠনের ঐক্য অটুট রাখা, তরুণ প্রজন্মকে নেতৃত্বে এগিয়ে আনা এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *