বুধবার, আগস্ট ২০

পুজগাং স্বপ্নসিঁড়ি যুব ক্লাবের উদ্যোগে প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্নসিঁড়ি যুব ক্লাবের উদ্যোগে প্রয়াত প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকালে স্বপ্নসিঁড়ি যুব ক্লাবের সভাপতি সঞ্চয় চাকমার সভাপতিত্বে প্রয়াত প্রগতি চাকমার স্মৃতি স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান শেষে ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।

খেলায় পানছড়ি উপজেলার বিভিন্ন গ্রাম হতে ০৪ (চার) টি গ্রুপে ১৬ টি দল অংশগ্রহণ করে।

এ গ্রুপে -কালানাল একাদশ, পাইয়ুং পাড়া একাদশ, ফ্রেন্ড ওয়ারিয়র্স একাদশ.চন্দ্র কারবারি পাড়াএকাদশ।

বি গ্রুপে – পুজগাং করল্যাছড়ি একাদশ, বাবুড়া পাড়া পহর ফুদোক একাদশ, স্বপ্নসিড়ি পুজগাং একাদশ, হিল পাওয়ার ক্লাব (চৌধুরী পাড়া)একাদশ।

সি গ্রুপে – বিজক স্কোয়াড দুদুকছড়া একাদশ, সাওতাল পাড়া একাদশ, সংযোয়ার নবোদয় ক্লাব (জগপাড়া) একাদশ, সবুজ ক্লাব একাদশ।

ডি গ্রুপে – কুড়াদিয়া ছড়া প্রজন্ম ক্লাব একাদশ, যদাবল লতিবান একাদশ, আদি ত্রিপুরা যুব মিলন সংঘ একাদশ, বিরেন্দ্র পাড়া একাদশ।

উদ্বোধনী ম্যাচে বিরেন্দ্র পাড়া একাদশ বনাম আদি ত্রিপুরা পাড়া যুব মিলন সংঘ একাদশ অংশ গ্রহন করে ৬-১ গোলে বিরেন্দ্র পাড়া একাদশ জয়ী হয়।

এ সময় হাজারো দর্শকের সাথে স্থানীয় জনপ্রতিনিধি অসেতু বিকাশ চাকমা সাবেক চেয়ারম্যান, কালা চাঁদ চাকমা সাবেক চেয়ারম্যান, অনিল চন্দ্র চাকমা, স্বপ্নসিঁড়ি যুব ক্লাবের সহ সভাপতি ঊষাতন চাকমা, ক্রীড়া সম্পাদক তথোমনি চাকমা, শিক্ষক, পুজগাং মুখ উচ্চ বিদ্যালয় প্রবীন চন্দ্র চাকমা, টুকু চাকমা ,ইউপি সদস্য রঞ্জিত চাকমা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *