মঙ্গলবার, আগস্ট ১৯

ভূরুঙ্গামারীতে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে মইদাম মহাবিদ্যালয়ের সংবর্ধনা

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা মইদাম মহাবিদ্যালয় প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষ এ আয়োজন করেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পরিচিতি প্রদানের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পরিচিতি পর্ব শেষে নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন ও সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম মন্ডল। প্রধান অতিথি ছিলেন বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, কমিটির প্রবীণ সদস্য কাজী নিজাম উদ্দিন, সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন, যুগ্ম আহবায়ক খলিলুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক আমিনুর রহমান হৃদয়, সদস্য কামরুল হাসান, সদস্য আসাদুল হক মঈনু, সদস্য মোজাফফর হোসেন, সদস্য মিজানুর রহমান শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহবায়ক জনাব মোঃ সুরুজ আলীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অধ্যক্ষ আমিনুল ইসলাম মন্ডল বলেন, “কলেজটি পাথরডুবি ইউনিয়নে অবস্থিত। দীর্ঘ পঁচিশ বছর ধরে প্রতিষ্ঠানটি অবকাঠামোগত সুবিধা, এমপিও অন্তর্ভুক্তি ও অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত। এর একটি মূল কারণ হলো, পাথরডুবি ইউনিয়ন বিএনপি অধ্যুষিত। অতীতে এখানে রাজনৈতিক দলের প্রার্থীরা খুবই কম ভোট পেতেন। ফলে প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি। এ অবস্থার পরিবর্তনে আমরা সকল নেতাকর্মীর সহযোগিতা চাই, যাতে প্রতিষ্ঠান ও সংগঠন সার্বিকভাবে উন্নত ও শক্তিশালী হতে পারে।”

বক্তারা আরও বলেন, নবগঠিত কমিটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, বিগত ফ্যাসিস্ট সরকারের দমননীতি প্রতিরোধ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।

সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তিতে নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *