
|| স্টাফ রিপোর্টার (ভোলা) ||
ভোলার তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাদলীপুর গ্রামে
বজলু পাটওয়ারি বাড়ির পিছনের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। নিহত মোঃ নাসির (৪০) মৃত মোঃ সুলতানের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গ পাঠিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বজলু পাটোয়ারী বাড়ির সুপারি বাগানে নিহত যুবক (৪০) গাছে নিচে পড়ে যায়। গাছ থেকে পড়ার বিকট শব্দে পাশেই গরুর জন্য ঘাস তুলতে থাকা স্থানীয় যুবক রাহাত (১৮) ঘটনাস্থলে ছুটে আসে এবং দ্রুত এলাকাবাসীকে খবর দেয়। মুহূর্তের মধ্যে সেখানে ব্যাপক জনসমাগম হয়।
এদিকে নিহতের স্ত্রী জানান, স্বামীকে ঘরে খুঁজে না পেয়ে পরে বাইরে হৈচৈ শুনে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন তার স্বামী উপুড় হয়ে পড়ে আছেন। তখনই বুঝতে পারি তার মৃত্যু হয়েছে।”
তিনি আরও জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলেন এবং মাদকের টাকা জোগাড়ের জন্য প্রায়ই চুরির সঙ্গে জড়িত ছিলেন। নিহত ব্যক্তি দুই সন্তানের জনক। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে হলেও বৈবাহিক সূত্রে তিনি বাদলীপুর গ্রামে বসবাস করতেন।
সুপারি বাগানের মালিক রত্তন মিয়া বলেন,
“আমি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর স্থানীয়দের মাধ্যমে খবর পাই। ঘটনাস্থলে এসে দেখি লোকটি মৃত অবস্থায় পড়ে আছে।”
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য
ভোলা মর্গে পাঠানো হয়েছে।