
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ির পানছড়িতে শ্রীকৃষ্ণের ৫২৫১তম আবির্ভাব ‘শ্রী শ্রী জন্মাষ্টমী মহোৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল নয়টায় পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয়ের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি প্রভাস সাহা’র সভাপতিত্বে শোভাযাত্রাটি পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় প্রাঙ্গন থেকে বাস টার্মিনাল হয়ে পুনরায় কেন্দ্রীয় দেবালয় মন্দিরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে নাম সংকীর্তন, চিত্রাংকন, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
এসময়, জন্মাষ্টমী আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ডালিম দাশ, পানছড়ি বাজার দেবালয় মন্দির সভাপতি অর্জুন সাহা, সাধারণ সম্পাদক বিমান কান্তি দেব সহ হিন্দু সম্প্রদায়ের সহস্রাধিক পাহাড়ি বাঙালি অংশগ্রহণ করেন।