
|| আক্তার হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) ||
ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় শশীগঞ্জ মধ্য বাজারে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান মনির আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, নির্বাহি সদস্য শাহ শাহীন সাজী, তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, জাকির হোসেন মনির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোন্তাসির আলম রবিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি না হওয়ায় দলীয় কর্মকাণ্ড অনেকটা ঝিমিয়ে পড়ছে। আশা করি, গত ১৭ বছর যারা দলের জন্য ত্যাগ স্বীকার করছেন আমরা সকলের সাথে পরামর্শ করে তজুমদ্দিনে একটি সুন্দর কমিটি উপহার দিবো। তারা আরো বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচন হবে আমরা দলীয় কর্মীরা সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিবো সাধারণ মানুষের নিকট তারেক রহমানের ৩১দফা পৌছে দিবো আর দলের জন্য ভোট চাইবো।