সোমবার, আগস্ট ১৮

ভুরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল হলরুমে এ সভা হয়।

সভায় নবনির্বাচিত আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় সদ্য ঘোষিত আংশিক আহবায়ক কমিটির ৩১ সদস্যের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন তৌহিদ, এছাহাক আলী, মোখলেছুর রহমান, খলিলুর রহমান পলাশ, আমিনুর রহমান হৃদয়, সদস্য কাজী নিজাম উদ্দিন, মিজানুর রহমান শিকদার ও আসাদুল হক মঈনু। এসময় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *