
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জ প্রেসক্লাব। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় প্রেসক্লাব সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এভাবে সাংবাদিকের উপর হামলা ও খুন করে সত্যকে মুছে দেওয়া যাবে না। সাংবাদিকরা সবসময় ন্যায় ও সত্য কথা উন্মোচন করে আসছেন। তিনি আরও বলেন, আমার সাংবাদিক ভাইকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত বিচার কাজ সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তিনি সবাইকে সত্য কথা বলার জন্য আহ্বান জানান। বক্তব্য শেষে সবাইকে ধন্যবাদ দিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।