শনিবার, আগস্ট ২৩

বেরোবিতে নবীনবরণ ও ক্লাস শুরু কাল; র‍্যাগিং নিয়ে কঠোর প্রশাসন

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আগামীকাল রবিবার স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে। প্রথম বর্ষ শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ব্যাপারে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (০৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, র‍্যাগিং বিষয়ে আমরা জিরো টলারেন্স। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ র‍্যাগিং করলে শৃঙ্খলা কমিটির মাধ্যমে তা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিব।

তিনি আরও বলেন, গতবারের মত এবারও আমরা আবাসিক হল ও অ্যাকাডেমিক ভবনগুলোতে অভিযোগ বক্স রাখব। এখানে যে কেউ পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া তাদের প্রক্টর অফিসের নাম্বার দেওয়া হবে। যাতে তারা সবসময় যোগাযোগ রাখে। আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে আমরা এ ধরনের কালচার পুনরায় চালু হতে দিব না।

এ ব্যাপারে ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, আমরাও র‍্যাগিংয়ের বিরুদ্ধে। এসব কালচার তৈরি করে দিয়ে গেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র সৌদর্যপূর্ণ সম্পর্ক থাকবে এটাই কামনা করি। যদি কোনো শিক্ষার্থী র‍্যাগিংয়ে জড়িত থাকে। পলিটিক্যাল হোক আর নন পলিটিক্যাল হোক তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।

বেরোবি ছাত্রশিবির সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মুরাদ বলেন, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বহুল আকাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন একজন শিক্ষার্থীর আবেগ ও ভালোবাসার বিষয়। কোমলমতি নবীন শিক্ষার্থী আসার সাথে সাথে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সিনিয়রদের অমানবিক, অপমানজনক বা জবরদস্তিমূলক আচরণ অবশ্যই কাম্য নয়। নতুনদের ভয় দেখানো, অপ্রয়োজনীয় নিয়ম চাপিয়ে দেওয়া, শারীরিক বা মানসিক কষ্ট দেওয়া, অপমান করা বা অশোভন কাজ করানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা আশা করি, বেরোবি শিক্ষার্থীরা নবীনদের ভালোবাসা, সুন্দর পরামর্শ ও শোভনীয় আচরণের মাধ্যমে বরণ করে নিবেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সদ্য সিনিয়র শিক্ষার্থী তাসবীউল হাবিব নিশাদ বলেন, আগামীকাল নবীনবরণের মাধ্যমে নবীনদের সাথে আমাদের একসাথে পথচলা শুরু হচ্ছে। যেহেতু তারা নবীন, নতুন পরিবেশে আসতেছে তারা প্রথমত স্বভাবিকভাবেই অনেক সমস্যা বোধ করবে। আমরা শুরু থেকে নতুন পরিবেশে তাদের অভিযোজিত হওয়া-সহ সব সমস্যায় আমরা তাদের পাশে থাকবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং কালচার নেই। আমরাও এরকম কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকবো না। তারা আমাদের ছোট ভাইবোন।আমরা সবসময় তাদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করবো। আমাদের পক্ষ থেকে তাদেরকে এই বীর শহিদের স্মৃতিবিজড়িত ৭৫ একরে স্বাগত জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *