
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির আহ্বায়ক, সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজাকে কুটুক্তি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় বাসস্ট্যান্ডে বিএনপির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয়, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানাকে বিভিন্ন অভিযোগে জেলা বিএনপি কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। এতে সাইফুর রহমান রানা ক্ষিপ্ত হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ককে বিভিন্ন ভাষায় কুটুক্তি করেন। এর প্রতিবাদে নাগেশ্বরী উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করে তার উদ্দেশ্যমূলক মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক, সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা জানান, তিনি ১৯৯৯ সালে উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৯ ও ২০১৫ সালে দুই দফা প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন। জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিটি আন্দোলন, মিছিল ও দলীয় কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট সরকারবিরোধী লড়াই ও একদফা দাবির আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছেন। এ সময় গোলাম রসুল রাজা বলেন, সাইফুর রহমান রানার মন্তব্যকে ‘মিথ্যা, অপমানজনক ও বিভ্রান্তিমূলক’ আখ্যা দিয়ে গোলাম রসুল রাজা বলেন, “এ ধরনের বক্তব্য দলের ঐক্য, শৃঙ্খলা ও সৌহার্দ্যের পরিবেশ নষ্ট করে। বিএনপি কোনো ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছায় নয়, বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ত্যাগ ও আদর্শে পরিচালিত।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম সফি, যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ন আহ্বায়ক আনিছুর রহমান জিন্নু প্রমুখ।