সোমবার, আগস্ট ১৮

অবহেলিত প্রাণীদের জন্য সমাজসেবক ফাহিম পাঠানের একটি বিশেষ যাত্রা

|| নিজস্ব প্রতিবেদক ||

আসসালামু আলাইকুম আজ ৮ই আগস্ট ২০২৫ বিশ্ব বিড়াল দিবস। বিড়াল প্রেমীদের জন্য জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। বিড়াল একটি পবিত্র প্রাণী আর মনের পবিত্রতা বজায় রাখার সুবিধার্থে আপনারা যারা বিড়ালকে ভালোবাসেন এবং বিড়াল পুষতে পছন্দ করেন তাদের জন্য বিশিষ্ট সমাজসেবক ফাহিম রহমান খান পাঠান নিয়ে এসেছেন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন উজ্জীবন (বাঁচাতে চাই একটি প্রাণ শুধুই মানবতার আহবান ৯ বছরের পথ চলা) যার একটি অংশ Cat & Dog Society of Netrokona যার মাধ্যমে আমরা এখন পর্যন্ত প্রায় ১০০০ এর মতো সমাজের অবহেলিত অবলা প্রাণীদের (কুকুর – দেশী-বিদেশী, বিড়াল – দেশী-বিদেশী, খরগোশ, পাখি) রেসকিউ এবং বিনামূল্যে এডপশন দেওয়ার চেষ্টা করেছেন এবং প্রতিবারই খেয়াল রেখেছেন এই নিষ্পাপ ফুলের কলিগুলোকে যেনো সঠিক সেই সাথে দায়িত্বশীল মানুষের কাছে হস্তান্তর করা হয় তার জন্য সুনিশ্চিত ব্যাবস্হা নিয়েছেন। তিনি বলেন, পৃথিবী একটি রণক্ষেত্র যেখানে গুম খুন হত্যা প্রতিনিয়তই ঘটছে, আমরা চাইলেই এরকম নিষ্পাপ প্রাণীগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি এবং প্রতিটি পরিবারে মানবিকতার আবির্ভাব ঘটাতে পারি এতে করে আপনি আর্থিকভাবে লাভবান না হলেও মানসিকভাবে সম্পূর্ণ লাভবান হবেন।

পৃথিবীতে প্রতিটি প্রাণী নির্দিষ্ট পরিমাণ রিজিক নিয়ে জন্মগ্রহণ করে। এই রিজিক সংগ্রহে মনুষ্য প্রাণীর জন্য যতোটুকু সহজলভ্য ঠিক ততোটুকুই অবলা প্রাণীদের জন্য দূলর্ভ। আপনি চাইলেই তাদের রিজিকে সহযোগিতার হাত বাড়াতে পারেন আপনি চাইলেই তাদের কষ্ট কমাতে পারেন শুধু একটু মানবিকতার স্বচ্ছ স্পৃহা নিয়ে তাদের দিকে কোমল দৃষ্টিতে তাকাতে হবে শুধু। আমরা ছোটবেলায় পড়েছি কারও মনে আঘাত দেওয়া অন্যায় তাহলে অবলা প্রাণীদের ক্ষেত্রে দ্বিমত কেনো থাকবে আপনাদের কাছে প্রশ্ন রইলো! ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই ছোট ছোট সামাজিক কাজগুলোকে কল্যাণমূলক ভেবে আপন করে নিয়েছেন।
[ আমাদের সাথে থাকা এডমিন প্যানেলের সকলের গুরুত্ব সমান এবং সকলের ত্যাগও সমান সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি ]

তিনি আরও বলেন, বিড়াল একটি পবিত্র প্রাণী। তারা মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে। বিড়াল যে পানি পান করে সে পানি দিয়ে ওযুও করা যায়! তারা অবলা নিরীহ সুন্দর মনের অধকারী হওয়া সত্যেও এই সমাজে তারা অবহেলিত। আল্লাহ তায়ালা সকলকেই নির্দিষ্ট রিজিক দিয়ে পাঠিয়েছেন। তাদেরও বাঁচার অধিকার আছে তারাও একটা সুন্দর পরিবেশের অংশীদার! একটু মানবিক দিক দিয়ে বিবেচনা করলে বোঝা যায় আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়েও তাদের জন্য আমাদের মনুষ্যত্বের কোনো ঠাঁই নেই! আপনি যদি তাদের রিজিকের ব্যাবস্থা করেন আল্লাহ আপনার উত্তম রিজিকের ফয়সালা দান করবেন বরং তার উছিলায় আরও সহজ ও বরকতময় হবে আপনার জীবন
তাই আমরা চাই আজ থেকে আর কোনো অবলা প্রাণী কষ্ট না পাক আর কোনো অবলা প্রাণী খাবারের অভাবে মারা না যাক (খাদ্য মৌলিক চাহিদা)আর কোনো অবলা প্রাণী বেঁচে থাকার লড়াইয়ে যুদ্ধ করুক! তাদের একটা সুন্দর পরিবেশ একটু সুস্থ জীবনের জন্য স্যোশাল মিডিয়া একটি গ্রুপ খুলেছেন যেখানে প্রতিনিয়তই কুকুর বিড়ালের নিশ্চিত বাসস্থান খোঁজার চেষ্টা চালানো হয়।

তিনি দেশবাসীকে বলেন, যদি কারও বিড়াল কুকুর এডপশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের সংগঠনের গ্রুপে পোস্ট দিবেন আমরা নিজেরা নতুন শুভাকাঙ্ক্ষী খুঁজে দিবো তাও অনুগ্রহ করে রাস্তায়, জঙ্গলে ফেলবেন না অবলা নিষ্পাপ প্রাণীদের। মনে রাখবেন আজ আপনি আপনার বাচ্চাদের শেখাবেন জীবের প্রতি অনুগ্রহ, মায়া সুন্দর আচরণ কাল সে আপনার প্রতিও সদয় আচরণ করতে দ্বিধা করবেনা তার ভিতরে বিবেকের উদয় হবে প্রতি স্তরে স্তরে।

এই গ্রুপে এডমিন এবং মডারেটর হিসেবে যুক্ত আছেন : এডমিন নাফিউ রহমান খান পাঠান ( সরকারি কলেজ – বোটানি ডিপার্টমেন্ট) , এহতেশাম বোরহান নিলয়(BBA – American International University , ফারহানা হায়দার সোনালী (Uttara University) তূর্য তালুকদার (Jahangirnagar University),কে এম তাউসিফ(নেত্রকোনা সরকারি কলেজ), মাহফুজা শিকদার তন্নি(নেত্রকোনা সরকারি কলেজ),সৈয়দা তানজিল লিমা(নেত্রকোনা সরকারি কলেজ) , সৈয়দা নূসরাত ইলমা (East West University ), কাজী সোমাইয়া (Dhaka University), সাদিয়া খান রুম্পা (নেত্রকোনা মহিলা কলেজ), ময়মনসিংহের মডারেটর নিহাদুল ইসলাম (ময়মনসিংহ নটরডেম কলেজ), শিহাব খান ( হাফেজ- মিফতাহুল মাদ্রাসা), জান্নাতুল নূর ঝলক (বোটানি ডিপার্টমেন্ট -নেত্রকোনা সরকারি কলেজ), সাবরিনা মিথিলা (পলিটিক্যাল সাইন্স – জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), তাসফিয়া খান (সিটি কলেজ), আরশিয়া বিনতে হারুন (নেত্রকোনা সরকারি কলেজ), আরেফিন হাসান রাফি (নেত্রকোনা সরকারি কলেজ), রাতুল হাসান রিতম (আবুআব্বাস কলেজ), খানজাদা শুভ ( City Dental College and Hospital ), ইজাজ আল সামি (দত্ত উচ্চ বিদ্যালয় নেত্রকোনা), মুবিন (smk University of applied sciences, Vilnius, Lithuania), সাদিয়া জেসমিন (নেত্রকোনা মহিলা কলেজ), নাইম শেখ নেত্রকোনা সরকারি কলেজ, সাজেদুল হক সাজন (Army – IBA), মাহমুদুর নেহাল (LLB – Northern University), শামস ইসলাম স্বচ্ছ (নেত্রকোনা সরকারি কলেজ), আফরিনা রশিদ সেজুথি (Royel media College, Mymensingh), ঐশ্বর্য মজুমদার সৃষ্টি (Animal and Biomedical Science), আবরার জাহিন অপূর্ব (নেত্রকোনা সরকারি কলেজ), ফারজানা মিথিলা (পারুয়া আব্দুল মতিন খসরু ইউনিভার্সিটি কলেজ, কুমিল্লা), সাইফুর রহমান নির্জন ( আন্জুমান স্কুল, সাদিম পাঠান ( আঞ্জুমান স্কুল) সহ আরও অনেকউপজেলার মানুষ বিদ্যমান। আরও আছেন ভ্যাটেনারি জাহাঙ্গীর আলম- সভাপতি নেত্রকোনা ভ্যাটেনারি এসোসিয়েশন, আলামিন আলি – মোহনগঞ্জ পশু হাসপাতাল।

জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’
-স্বামী বিবেকানন্দ🌸

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *