
|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||
ঢাকা আলিয়া স্পোর্টস ক্লাব আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর পর্দা নেমেছে আজকের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।
চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হয়েছিলো ইত্তিহাদ ২৩-২৪ ও গোল রাইডার্স।
দর্শকভর্তি মাঠে দারুণ নৈপুণ্য দেখিয়ে গোল রাইডার্সকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট পরে নেয় ইত্তিহাদ ২৩-২৪।
টুর্নামেন্ট শুরু হয় ১ আগস্ট থেকে এবং আজকের ফাইনাল ম্যাচের মাধ্যমে তা শেষ হয়।
পুরো টুর্নামেন্টজুড়ে ছিল ব্যাচভিত্তিক উত্তেজনাপূর্ণ খেলা, ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স।
নকআউট পদ্ধতিতে আয়োজিত প্রতিটি ম্যাচ ছিল ৫০ মিনিটের, প্রতিদিন অনুষ্ঠিত হয়েছে দুটি করে খেলা। সফল আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করছেন শিক্ষকবৃন্দ।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শ্রদ্ধা, ঐক্য ও ক্রীড়া-সৌহার্দ্যের এক অপূর্ব নিদর্শন হয়ে থাকল এই টুর্নামেন্ট।