রবিবার, আগস্ট ২৪

হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||

পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়টির সকল শ্রেণির প্রথম হতে পঞ্চম ক্রমিকমানধারীদের খাতা- কলম উপহার দেওয়া হয়েছে। 

হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের ৯৮’ এস.এস.সি ব্যাচের শিক্ষার্থী মোঃ সোহেল রানার নিজস্ব উদ্যোগে তিনি বিনামূল্যে দু’শত পঞ্চাশ টি গাছ এবং এই খাতা-কলম উপহার দেন। 

বুধবার (৬ আগস্ট) বেলা ১২ টায় স্কুলে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হটিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জের সিনিয়র উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের ৯৮’ এস.এস.সি ব্যাচের শিক্ষার্থী মোঃ উল্লাস। এ বিতরণ অনুষ্ঠানে হাটবয়ড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসরাইল হোসেন, সহকারী প্রধানশিক্ষক মোছাঃ রাশিদা খাতুন, সহকারী শিক্ষক ওয়াজেদ আলী, ফরিদুল ইসলাম, শাহ আলম, মশিউর রহমান, নীলিমা রাণীসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *