রবিবার, অক্টোবর ১২

আজ সেই দিন- একটি দীর্ঘ অন্ধকার অধ্যায়ের সমাপ্তির দিন

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||

আজ সেই দিন, একটি দীর্ঘ অন্ধকার জীবন থেকে বাংলাদেশের জনগণের মুক্তি পাওয়ার দিন। ৩৬ জুলাই বলবো কিনা ৫ আগস্ট বলবো, নাকি ফ্যাসিবাদী, দালাল মুক্ত দিন বলবো। যে ভাবেই বলি না কেন, আজ কিন্তু স্বাধীনতার দিন।

এভাবেই আবেগ জড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন, বিজয় র‍্যালিতে আসা সাধারণ জনগণ।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় সারা দেশের ন্যায় বদলগাছী  উপজেলা বি এন পির আয়োজনে এক বিশাল র‍্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। 

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অংশগ্রহণে কর্মসূচির নেতৃত্ব ও বক্তব্য  রাখেন, উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। 

আরো বক্তব্য রাখেন, আব্দুল হাদী চৌধুরী টিপু, সাঃ সম্পাদক উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। 

বক্তাগণ জনগণের মুক্তির দূত জুলাই আন্দোলনের শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, যাদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হয়েছে, তাদের স্বপ্ন বাস্তবে পরিণত করায় আমাদের লক্ষ। দেশ নায়ক তারেক জিয়া’র ৩১ দফা বাস্তবায়ন হলে জুলাই যুদ্ধ আমাদের সার্থক হবে। 

ফ্যাসিবাদি হাসিনা বিদেশের মাটিতে বসে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, বাংলার মাটিতে আর যেন কখনো ফ্যাসিবাদিরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। 

ছাত্র জনতার আন্দোলনে স্বাধীনতা আমাদের নতুন বাংলাদেশ গড়ার পথ দেখিয়েছে। 

আগামীর নতুন বাংলাদেশ শহিদ জিয়ার আদর্শে তারেক জিয়া’র নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *