শনিবার, অক্টোবর ১১

ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধরলা সেতু সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. শফিকুল ইসলাম (৩৫), কাশীপুর ইউনিয়নের অনন্তপুর বালাবাড়ি গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি মোটরসাইকেলে করে মাদকের চালান আসছে। চেকপোস্টে দায়িত্বরত এএসআই রফিক, এএসআই জুলফিকার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোটরসাইকেলটি থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক শফিকুল ইসলাম মোটরসাইকেলে মাদক বহনের কথা স্বীকার করেন।পরে সিট কভারের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকসহ মোটরসাইকেলটি জব্দ করে শফিকুল ইসলামকে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি। তিনি আরও বলেন, “ফুলবাড়ীকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *