
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
সাটুরিয়া উপজেলা বরাইদ ইউনিয়ন পাতিলাপাড়া থেকে গোপালপুর রাস্তাটি বরাদ্দ হওয়ার পর নির্ধারিত সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা, যা দেখার কেউ নাই। এই রাস্তা সংস্কার না করেই তার আগে বিকল্প রাস্তার মাটি কেটে ফেলা হয়েছে। এই রাস্তায় প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচল হয়, ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হয়, কয়েকশত যানবাহন চলাচল করে। এটি একটি ব্যস্ততম রাস্তা।
স্থানীয় এক ব্যক্তি জানান, আমাদের এখন আর দেখার কেউ নাই, প্রতিবাদ করার মানুষও নাই, আমরা নেতাদের জানাই তারা বলে ঠিক হয়ে যাবে খুব তারাতাড়ি, সেই আশায় বসে আছি কবে ঠিক হবে তবে আমার ভালোভাবে চলাফেরা করতে পারবো।
আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। একটু বৃষ্টি নামলেই রাস্তায় ধান চাষ করার মতো হয়ে যায়।