বুধবার, জুলাই ৩০

বেলকুচিতে সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৯

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সরকারি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বেলকুচি পৌরসভা সংলগ্ন এলাকায় এ সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

আহতরা হলেন—হাফিজুল ইসলাম (৫০), আব্দুর রহমান (৪৫), আব্দুল্লাহ (৩৫), আইয়ুব আলী (৩০), আরিফ (২৮), রানা (২৯), কোহিনুর বেগম (৪০), হাওয়া খাতুন (৩২) ও শৈশব (২৬)। তাদেরকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌরসভার সংলগ্ন সরকারি পুকুরে মাছ চাষ করে আসছিলেন হাফিজুল ইসলাম। পুকুরটির পাশে আব্দুর রহমানের বাড়ি হওয়ায় তার বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ তোলেন হাফিজুল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে শুরু হয়ে পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত ৯ জন আহত হন।

এ বিষয়ে বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *