রবিবার, জুলাই ২৭

বামনায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||

সারাদেশের ন্যায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” পাঠে ভারচুয়াল অংশগ্রহণে শপথ বাক্য পাঠ করেন বরগুনার বামনা উপজেলার সর্বস্তরের জনগণ। এক ব্যতিক্রমী ও প্রেরণাদায়ী শপথ পাঠের পর সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বামনা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় বরগুনার বামনা উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জাফরিন জাহান। উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জ-এর প্রতিনিধি এস আই উত্তম কুমার, জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর উপজেলা সেক্রেটারি মোঃ সাইফুল মানসুর, ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সহ সভাপতি নূরহোসাইন নূরানী, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু, জাতীয়তাবাদী ওলামা দলের মাঃ মোঃ আল-আমীন, ইউপি সদস্য আকলিমা বেগম,
মোসাঃ কাজলরেখা বেগম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, জুলাই যোদ্ধারা আমাদেরকে নতুন দেশ উপহার দিয়েছে। সমাজে শৃঙ্খলা, নৈতিকতা ও ইতিবাচক পরিবর্তনের জন্য প্রয়োজন সম্মিলিত প্রয়াস। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে, আর এই শপথের মাধ্যমে সেই যাত্রা শুরু হোক। দেশকে বিনির্মানের জন্য আজকে এই শপথের মাধ্যমে যার যা অবস্থান থেকে কাজ করে যাবো। যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের যে দেশ পেয়েছি তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাদের রক্ত বৃথা যেতে দিব না।

এর পরে জাতীয় পর্যায়ে বিভিন্ন স্তরের মানুষের অংশ গ্রহণে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য শপথ পাঠ করান। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভাপতি মোঃ মাহমুল হাসিব বলেন, নারী উন্নয়নে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সংসারে মা, বোন কঠোর পরিশ্রম করে সংসার সুখ, শান্তি বয়ে আনে, তেমনি নারীর সঠিক সিদ্ধান্ত ও তার ক্ষমতায়নে দেশ এগিয়ে যাবে। নারীদের ক্ষমতায়নে সরকার অনেক উদ্যোগ গ্রহন করেছে। নারীর স্বাধীনতা সংসারে থাকতে হবে। সংসারে বৈষম্য থাকতে পারে না। এতে করে সংসারে সুখ শান্তি ফিরে আসবে। বাল্য বিবাহ চলবে না, বাল্য বিবাহের জন্য মাতারাই দায়ী। বয়স সন্ধি অবস্থা ছেলেমেয়েরা ভুল সিদ্ধান্ত নিতে পারে, এর জন্য পিতামাতাকে সজাগ থাকার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *