রবিবার, জুলাই ২৭

ইউআইইউ’তে জুলাই স্মরণে আলোচনা এবং শহীদ ইরফান ভূঁইয়ার স্মরণে দোয়া মাহফিল

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইউআইইউ’র শিক্ষার্থী শহীদ ইরফান ভূঁইয়াসহ সকল শহীদের স্মরণে ‘দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় ইউআইইউ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর এ. এস. এম. সালাহউদ্দিনের সভাপতিত্ব জুলাই স্মরণ আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার ডাঃ মোঃ জুলফিকার রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম এবং সিএসই বিভাগের প্রধান ড. সুমন আহম্মেদ। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন শহীদ ইরফান ভূঁইয়ার পিতা জনাব আমিনুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তরা গণঅভ্যুত্থানের তাৎপর্য, সংগ্রামীদের আত্মত্যাগ এবং স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এ আন্দোলনের অবদান নিয়ে আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠানে ২০২৪ -এর জুলাই স্মরণে একটি ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।

আলোচনা শেষে ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহীদ ইরফান ভূঁইয়াসহ সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *