বুধবার, জুলাই ২৩

মাইলস্টোনে দুর্ঘটনায় হতাহতের জন্য মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থার দোয়া

|| নিজস্ব প্রতিবেদক ||

গত সোমবার রাজধানীর উত্তরাস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের স্মরণ এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এক বিশেষ দোয়ার আয়োজন করেছে মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থা।

মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে দশটায় অনলাইন প্লাটফর্মে এই দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশের ইতিহাসের পাতায় একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে। রাজধানীর উত্তরাস্থ স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 বিজেআই বিমানটির বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে প্রায় শতাধিকের বেশি শিশু আহত এবং ৩০ জনের বেশি নিহত হন। ঢাকা মেডিকেল, জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহত কোমলমতি শিশুরা চিকিৎসাধীন অবস্থায় আছে।

এই দুর্ঘটনায় যে সকল শিশু নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা দানের জন্য মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থা কর্তৃক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনলাইন প্লাটফর্মে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মো. ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন সাইফসহ সংস্থার সদস্যবৃন্দ।

সংস্থার সভাপতি মো. ওমর ফারুক সংস্থার সকলের পক্ষ থেকে এই দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণপূর্বক এ ধরনের কোনো হৃদয়বিদারক ঘটনা আর যেন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *