মঙ্গলবার, জুলাই ২২

নদীভাঙনে বিপর্যস্ত ঝাউকুটি এলাকা : বিএনপির উদ্যোগে জিও ব্যাগ স্থাপন‎

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঝাউকুটি এলাকায় ব্রম্মপুত্র নদী ভাঙনের মুখে পড়ে চরম বিপর্যয়ের শিকার হয়েছে। ব্রম্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে প্রায় ২৫টি বসতবাড়ি মসজিদ হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তাৎক্ষণিক কোনো সহায়তা না পেয়ে অবশেষে স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হন।

‎স্থানীয় জনগণের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত মাঠে নামেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং পানি উন্নয়ন বোর্ডের আন্তরিক সহযোগিতায় জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে এক হাজার জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়।

‎সোমবার (২১ জুলাই) সেই জিও ব্যাগ নদীর তীরে স্থাপন শুরু করা হয়েছে।

‎‎উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান, যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম সরকার, মোজাম্মেল হক দুদু, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বনি ইসরাইল বকসি।

‎এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা বলেন, “মানুষের দুর্দশার সময় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমাদের পাশে দাঁড়ানো উচিত। আমরা শুধু মানবিক দায়বদ্ধতা থেকেই এগিয়ে এসেছি।”

‎পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি বনি ইসরাইল বকসি জানান, পরিস্থিতি বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে আরও সহায়তা দেওয়া হবে।

‎এলাকাবাসী তাৎক্ষণিক এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করে জানান, নদীভাঙনের ভয়াল থাবা থেকে বাঁচতে তারা এমন পদক্ষেপের অপেক্ষাতেই ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *