
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিদে জেলা প্রশাসক (ডিসি) বরাবর এলাকাবাসীর পক্ষে সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন মো. সিদ্দিক মিয়া নামে একজন সচেতন নাগরিক। অভিযোগ দেয়ার পর থেকেই তাকে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। হুমকিদাতাদের ভয়ে বাড়ি ছাড়া হয়ে বর্তমানে অন্যত্র অবস্থান করছেন সেই অভিযোগকারী।
জানা যায়, উপজেলার প্রভাবশালী একটি মহল অনেকদিন যাবৎ যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। যার ফলে নদী ভাঙ্গন শুরু হয়েছে। এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করার জন্য অনেক চেষ্টা করার পরেও বন্ধ করছে না। শেষমেষ দিশা হারিয়ে বালু উত্তোলন বন্ধের জন্য ডিসি মহাদয়ের নিকট এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দেন সিদ্দিক মিয়া। কিন্তু বালুখোররা অভিযোগকারীকে হত্যার হুমকি-দামকি দিচ্ছে। তাদের ভয়ে অভিযোগকারী প্রাণ বাঁচানো জন্য বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন।