মঙ্গলবার, জুলাই ২২

রংপুরে ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||

রংপুর নগরীর সিও বাজার এলাকায় একটি এলপিজি ফিলিং স্টেশনের গ্যাস রিজার্ভার ট্যাংক বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এদিকে বিস্ফোরণের তীব্রতায় পার্কিং করে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে মেসার্স সিও বাজার এলপিজি অটো কনভার্সন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে আহত অবস্থায় কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে পৌঁছানোর আগে একজন মারা যান। তাৎক্ষাণিকভবে তার পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ফিলিং স্টেশনে পার্কিং করে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। আশপাশের দোকানপাট ও বাসাবাড়ির দেয়ালে ফাটল ধরেছে। গ্যাস রিজার্ভার ট্যাংকটি ভেঙে চুড়ে সেখানে পড়ে আছে। অনেক ভবনের জানালার কাচ ভেঙে পড়েছে। এ সময় রংপুর-দিনাজপুর মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ প্রায় এক কিলোমিটার দূর থেকেও শোনা যায়।

সিও বাজার এলাকার বাসিন্দা শাকিল বলেন, ‘হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আমি ঘটনাস্থলে এসে দেখি চারপাশের গাড়ি, দোকানপাট ও বাড়িঘর দুমড়েমুচড়ে গেছে। অনেক দূর থেকে এ শব্দ শোনা গেছে।’

এ বিষয়ে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম বলেন, দুর্ঘটনার সময় ফিলিং স্টেশনটি বন্ধ ছিল এবং মেরামতের কাজ চলছিল। রিজার্ভার ট্যাংকটি খালি ছিল, তবে লিকেজের কারণে ভেতরে গ্যাস জমে গিয়ে অতিরিক্ত চাপে বিস্ফোরণ ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *