শুক্রবার, অক্টোবর ১০

স্নিগ্ধের অনুরোধে সাড়া: অদম্য বাংলায় ফের বাঁধা হলো কালো কাপড়

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||

গতবছর ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য বাংলা’ ভাস্কর্যের প্রতীকী মূর্তিগুলোর চোখ ও মুখ কালো কাপড়ে বাঁধা হয়েছিল। সেদিন শহীদ মীর মুগ্ধ তার মৃত্যুর কিছুক্ষণ পূর্বে ফেসবুকে লিখেছিলেন, “আমার জুনিয়রদের কাছে অনুরোধ: এই কালো কাপড় যেন কখনোও না সরানো হয়। আমি জানি তোমরা যথেষ্ট চেষ্টা করেছ। এটা সব সময় মনে করিয়ে দিবে আমাদের দুর্বলতা এবং পরাধীনতাকে।”

জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা এবারও খুবির অদম্য বাংলা ভাস্কর্যে কালো কাপড় পরানোর কর্মসূচি পালন করেছে। শহীদের স্মৃতি রক্ষায় এবং আন্দোলনের তাৎপর্য স্মরণে শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৭ জুলাই, ২০২৫) শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ তার ফেসবুক পোস্টে ভাইয়ের সেই আবেগঘন কথাগুলোর একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছিলেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের জুনিয়রদের প্রতি অনুরোধ থাকবে, কালকে একদিনের জন্য হলেও এই কালো কাপড় যেন পরানো থাকে।” তবে শিক্ষার্থীদের এমন পরিকল্পনা পূর্বেই ছিল বলে জানা গেছে। এই আবেগঘন আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা ভাস্কর্যে কালো কাপড় বাঁধার সিদ্ধান্ত নিয়েছিল এবং আজ তা পালন করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান মুন্সী বলেন, “গতবছর ১৭ জুলাই রাতে নানামুখী চাপে অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে চলে যায়, যারা ছিল তারাও একপ্রকার অসহায় হয়ে প্রতীকী প্রতিবাদ হিসেবে অদম্য বাংলায় কালোকাপড় বেঁধে দেয় এবং মুগ্ধ ভাই শহীদ হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কাপড় না সরায়। সেই স্মৃতিকে স্মরণ করতেই শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ অদম্য বাংলায় কালো কাপড় বাঁধা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এবং তা পালিত হয়েছে।”

প্রসঙ্গত, মীর মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গতবছরে ১৮ জুলাই সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকায় সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *