বৃহস্পতিবার, অক্টোবর ৯

ইলিশের মূল্য নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন

|| নিউজ ডেস্ক ||

ইলিশের দাম নিয়ন্ত্রণে আনতে মূল্য নির্ধারণের প্রস্তাবে সম্মতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়ার প্রস্তাব ইতোমধ্যেই অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে পাঠানো একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে, চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ইলিশের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি প্রস্তাব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠান।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখার স্মারকে ২৬ জুন চিঠিটি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চাঁদপুর জেলা প্রশাসক ও মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব বরাবর পাঠান জ্যেষ্ঠ সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ।

চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুরের ইলিশের সুনাম ও সুস্বাদুতার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদার নিজের ইচ্ছেমতো দাম নির্ধারণ করছেন, যা সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। ফলে এই মাছ অধিকাংশ মানুষের জন্য বিলাসবস্তুতে পরিণত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চাঁদপুর ছাড়াও বরিশাল, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, বরগুনা, ঝালকাঠি ও চট্টগ্রামের মতো উপকূলীয় জেলাগুলোতেও বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়ে।

কিন্তু ইলিশের প্রকৃত আহরণ ব্যয় কম হলেও বাজারে দাম নিয়ন্ত্রণ করছে একটি অসাধু সিন্ডিকেট।

এই প্রেক্ষাপটে প্রাকৃতিকভাবে উৎপাদিত ইলিশের মূল্য নির্ধারণ করে তা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়। এ লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক পর্যালোচনা ও সংশ্লিষ্ট জেলার অংশগ্রহণে একটি মূল্য কাঠামো তৈরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *