শনিবার, অক্টোবর ১১

সিরাজগঞ্জে চব্বিশের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে জামায়াতে দোয়া মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||

চব্বিশের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা। আজ মঙ্গলবার (১ জুলাই) বাদ আসর জেলা শহরের এস এস রোডে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি ও সদর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। তিনি তার বক্তৃতায় বলেন, জুলাই আন্দোলনে এই শহীদেরা জীবনের ঝুঁকি নিয়ে যদি তারা তাদের জীবন বিলিয়ে না দিতেন তাহলে এ আন্দোলন সফল হওয়া সম্ভব হতো না। শহীদ আবু সাঈদ প্রথম তার জীবন উৎসর্গ করে প্রমাণ করেছেন এদেশের দামাল ছেলেরা যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম। তিনি আরো বলেন, অসংখ্য শহীদ এবং আহতদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সম্মানিত আমীর অধ্যাপক আব্দুল লতিফ। আরো বক্তব্য রাখেন শহর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল্লাহ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *