শনিবার, আগস্ট ২৩

ডা. মোঃ ইউনুছ আলী: চিকিৎসা ও রাজনীতির মিশেলে সফল এক সংগঠকের গল্প

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রামের সন্তান ডা. মোঃ ইউনুছ আলী চিকিৎসা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয়ভাবে ভূমিকা রেখে চলেছেন। তিনি বর্তমানে বগুড়া ও কুড়িগ্রাম জেলায় চিকিৎসা ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

১৯৭৮ সালের ১৩ জুলাই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ড কুটি বাগডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন ডা. ইউনুছ। পিতা মৃত উমর আলী ও মাতা মৃত নসিমনের সন্তান তিনি। ছোটবেলা থেকেই মেধাবী ও নেতৃত্বগুণে এগিয়ে থাকা এই ব্যক্তিত্ব শিক্ষা জীবন শেষে রাজনীতিতে যুক্ত হন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস ডিগ্রি অর্জনের পর তিনি চিকিৎসা সেবায় নিয়োজিত হন। পাশাপাশি ডি.কার্ড কোর্স সম্পন্ন করেন সাবেক পিজি হসপিটাল থেকে। কম্পিউটারের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করেন এবং ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, হার্ডওয়্যার ট্রাবলশুটিং, নেটওয়ার্কিং-এর উপরও রয়েছে তাঁর অভিজ্ঞতা।

রাজনীতির মাঠে ছাত্রজীবন থেকেই সক্রিয় ডা. ইউনুছ আলী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। ছাত্র জীবন শেষে তিনি পেশাজীবী রাজনীতির সাথে জড়িত হন। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর আজীবন সদস্য

এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপি’র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) বগুড়া জেলা শাখার মেম্বার সেক্রেটারী, পরে সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিকের দায়িত্ব পালন করেছিলেন। অতীতে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

ডা. ইউনুছ আলী শুধু রাজনীতি বা চিকিৎসায় নয়, সামাজিক কাজেও এগিয়ে। তিনি একজন সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী সংস্কৃতি প্রেমী ও অনুরাগী, মানবিক কর্মকাণ্ড ও সমাজসেবায় রয়েছে তাঁর উজ্জ্বল অবদান।

তিনি দীর্ঘদিন থেকে নিজ উদ্যোগে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে আসছেন। সেবা প্রদানের লক্ষ্যে সপ্তাহে একদিন স্থানীয় একটি ক্লিনিকে রোগী দেখেন। এখানে গরীব রোগীদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধপত্র বিনামূল্যে প্রদান করে থাকেন।

ভূরুঙ্গামারীর আনোয়ারা জাহাঙ্গীর ক্লিনিকের স্বত্বাধিকারী শরীফ মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তিনি আমাদের ক্লিনিকে দীর্ঘদিন যাবৎ বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি।

চিকিৎসা সেবা নিতে আসা জাহাঙ্গীর আলম বলেন, একজন বিশেষজ্ঞ ডাক্তার হয়েও তিনি যেভাবে অসহায় ও গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, সেটি অন্যান্য চিকিৎসকদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে৷

শুধু তার জন্মস্থানেই নয় তার কর্মস্থল বগুড়াতেও চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমুখী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।

ডাঃ ইউনুছ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কাছে জাতীয়তাবাদী মানবিক ডাক্তার হিসেবে বহুল পরিচিত একজন ব্যক্তি। জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণীত একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও সেবাব্রত মানসিকতার জন্য উত্তর ধরলার মানুষের কাছে দলমত নির্বিশেষে ব্যাপক জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন ডাঃ ইউনুছ।

তাঁর নিরবিচ্ছিন্ন এই পথচলা আগামী দিনে উত্তরবঙ্গের রাজনীতি ও চিকিৎসা সেবায় আরও দৃঢ় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *