সোমবার, আগস্ট ১৮

রাজারহাট হাসপাতালে ফার্মাসিস্টের ওপর দুর্বৃত্তের হামলা

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্তব্যরত ফার্মাসিস্ট আবু মোত্তালেব (মামুন) এর ওপর হামলা চালিয়েছে দুই দুর্বৃত্ত। শনিবার (২৮ জুন) দুপুরে হাসপাতালের গেটসংলগ্ন একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।

আহত আবু মোত্তালেব জানান, তিনি সকালে নিয়মিত ডিউটিতে যোগ দেন। দুপুর ১২টার দিকে পরিচিত একজনের ডাকে সাড়া দিয়ে হাসপাতাল গেটের কাছে গেলে খোলারপাড় গ্রামের অটোচালক মাছুম এবং টগরাইহাটের সাবু তার পরিচয় নিশ্চিত করে অতর্কিতে হামলা চালায়। হামলায় তার নাক ফেটে রক্তক্ষরণ হয় এবং মুখ ও চোখে গুরুতর আঘাত পান।

তিনি বলেন, “হাসপাতালে ক্যান্টিন না থাকায় গেটের সামনে চা খেতে যাই। ক্যান্টিন থাকলে বাইরে যেতে হতো না, হয়তো এমন ঘটনা ঘটতো না।”

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনীষা দাশ জানান, “আহতের নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং মুখমণ্ডল ফুলে গিয়েছিল। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “হাসপাতালে জনবল সংকট রয়েছে। আমরা সবসময় নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকি। এমন ঘটনায় কর্মরতদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, “এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতাল চত্বরে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *