শনিবার, জুলাই ২৬

ঈদ-উল-আযহা উপলক্ষে পানছড়ি ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়িতে ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জুন ২০২৫) বিকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচে থানা অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির ছাত্র বিষয়ক সহ সম্পাদক শাহেদুল হোসেন সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, সেচ্ছাসেবক দলের আহবায়ক ইদ্রিস আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক হোসেনসহ ক্রীড়ামোদী এলাকাবাসী উপস্থিত ছিলেন।

খেলায় উপজেলা ছাত্রদলকে কলেজ ছাত্রদল টাইব্রেকারে ৪/২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল কলেজ ছাত্রদল ও রানার্স আপ উপজেলা ছাত্রদলের টিমকে ট্রফি তুলে দেন খেলার আয়োজক জেলা বিএনপির ছাত্র বিষয়ক সহ সম্পাদক শাহেদুল হোসেন সুমনসহ অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *