রবিবার, আগস্ট ২৪

মানারাত ইউনিভার্সিটিতে শাহ্ আব্দুল হান্নানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা

|| নিজস্ব প্রতিবেদক ||

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব, প্রখ্যাত ইসলামী দার্শনিক, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শাহ্ আব্দুল হান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন ২০২৫) বিকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইইই বিভাগের প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরী, ফার্মেসি বিভাগের প্রধান মো. রেজাউল করিম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, ভর্তি বিভাগের পরিচালক আব্দুল কাদের, ডেপুটি রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ভারপ্রাপ্ত উপপরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় অনুষ্ঠানে প্রফেসর ড. মো. মিজানুর রহমান শাহ্ আব্দুল হান্নানকে জ্ঞানের জগতে আলোকবর্তিকা উল্লেখ করে বলেন, তার জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, শাহ্ আব্দুল হান্নান অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। কিন্তু জ্ঞানে, গুণে, চিন্তা, সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতায় ছিলেন অসাধারণ। তোমাদেরকেও তার জীবন থেকে শিক্ষা নিয়ে শাহ্ আব্দুল হান্নান হয়ে উঠতে হবে।

আমাদের শিক্ষার্থীরা ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি যেন নৈতিকমূল্যবোধ সম্পন্ন মানুষ হয় এবং নিয়ম-শৃঙ্খলা, রাষ্ট্র, সমাজ, শিক্ষা-সংস্কৃতি, গবেষণায় অগ্রগামী থাকে—এটাই শাহ্ আব্দুল হান্নানের স্বপ্ন ছিল বলেও মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

আলোচনা সভা শেষে শাহ্ আব্দুল হান্নানের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মো. কামরুজ্জামান খিজরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *