
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) সফলভাবে “এআই চালিত ইমপ্যাক্ট স্টার্টআপস: সামাজিক বা পরিবেশগত সমস্যা সমাধানে কীভাবে একটি স্টার্টআপ তৈরি করবেন” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করেছে। মঙ্গলবার (২০ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে উদ্যোক্তা হতে ইচ্ছুক শিক্ষার্থী এবং “অ্যাকসেলেরেটিং বাংলাদেশ” কর্মসূচির প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
“অ্যাকসেলেরেটিং বাংলাদেশ” হলো ডিজিটাল স্টার্টআপদের জন্য একটি স্টার্টআপ অ্যাকসেলেরেটিং প্রোগ্রাম, যা ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) প্রকল্পের অংশ। ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম এবং বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির সাথে যৌথভাবে এটি উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে কাজ করছে।
কর্মশালায় “অ্যাকসেলেরেটিং বাংলাদেশ”-এর ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. মুহাম্মদ আরিফুর রহমান “এআই চালিত স্টার্টআপ” বিষয়ে একটি আকর্ষণীয় উপস্থাপনা দেন। তার বক্তব্যে তিনি স্টার্টআপের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উদ্ভাবন ও বিকাশের বিশাল সম্ভাবনা তুলে ধরেন এবং কীভাবে এআই ব্যবহার করে নতুন পণ্য, পরিষেবা ও ব্যবসায়িক মডেল তৈরি করা যায় তা ব্যাখ্যা করেন। ড. রহমান বাংলাদেশের প্রেক্ষাপটে এআই স্টার্টআপগুলোর চ্যালেঞ্জ ও সুযোগগুলো নিয়েও আলোচনা করেন, যার মধ্যে অবকাঠামো, প্রতিভা এবং তহবিল সংগ্রহের বিষয়গুলো উল্লেখযোগ্য। তিনি এআই-ভিত্তিক সমাধানগুলো তৈরি ও প্রসারের কার্যকর কৌশলগুলোও তুলে ধরেন এবং এআই উদ্ভাবনে “অ্যাকসেলেরেটিং বাংলাদেশ”-এর সহায়ক কর্মসূচি ও উদ্যোগগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
ব্যবহারিক ধারণা দিতে, ইন্সটাজবের প্রতিষ্ঠাতা ও সিইও উম্মে কুলসুম “আইডিয়া টু ইমপ্যাক্ট জার্নি অব ইন্সটাজব” শীর্ষক সেশনে তার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন। তার উপস্থাপনা একটি প্রাথমিক ধারণা থেকে কীভাবে একটি সফল ও প্রভাবশালী উদ্যোগে পরিণত হওয়া যায়, তার বাস্তব চিত্র তুলে ধরে।
কর্মশালায় “অ্যাকসেলেরেটিং বাংলাদেশ”-এর একটি বিশিষ্ট দল অংশগ্রহণ করে, যাদের মধ্যে ছিলেন সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো. শরিফুল ইসলাম, লিড বিজনেস কোচ বিএম বানজির আহমেদ, বিজনেস কোচ প্রসূন বেপারি, এবং বিজনেস কোচ শফিকুল আলম সাইফসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।
আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সফায়েত হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন এবং ইউনিভার্সিটি ইনোভেশন হাবের বিজয়ীদের জন্য একটি উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করেন। কর্মশালায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১০ জন শেষ বর্ষের শিক্ষার্থী অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর প্রক্টর মো. তারিকুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সুপারভাইজার ও (সিএসই) এর প্রভাষক মো. তাসনিম তানভীর।
এই কর্মশালা বাংলাদেশের আগামী প্রজন্মের উদ্যোক্তাদের সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানে এআই-এর শক্তিকে কাজে লাগাতে উৎসাহিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা উদ্ভাবন ও ব্যবহারিক সমস্যা সমাধানে ইউআইটিএস-এর প্রতিশ্রুতিরই প্রতিফলন।