
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ উন্নয়নে সাংবাদিক ও এনজিওর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি’র উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক শফিউল আলম শফির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, সহকারী শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, মহিদের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব সুলতান আহমেদ সজীব, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিমসহ নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও ও প্রেসক্লাবের প্রতিনিধিবৃন্দ।