
|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||
সমসাময়িক বিভিন্ন বিষয়ে ৫ দফা দাবি নিয়ে উপাচার্য ও প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ‘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) ছাত্র সংগঠনটির কয়েকজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর অফিসে উপস্থিত হয়ে সশরীরে স্মারকলিপি প্রদান করেন।

দাবিসমূহ নিম্নরূপ:
১। ডাকসুর রোডম্যাপ ঘোষণার নির্ধারিত তারিখ প্রদান:
গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের অন্যতম ক্ষেত্র ডাকসু দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে। নির্বাচন বাস্তবায়নে আশ্বাস প্রদান করা সত্ত্বেও এখনো তার ঘোষনা না আসায় হতাশ হচ্ছেন। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ও সময়সূচি ঘোষণা করতে হবে।
২। সুপেয় পানির জন্য ফিল্টার স্থাপন:
বিভিন্ন অনুষদ ও ভবনে বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি ভবনে আধুনিক ও কার্যকর পানির ফিল্টার স্থাপন করতে হবে।
৩। প্রতিটি অনুষদে ক্যাফেটেরিয়া ও কমনরুম স্থাপন:
মানসিক স্বস্তি, বিশ্রাম এবং সামাজিক মেলবন্ধনের জন্য ক্যাম্পাসে পর্যাপ্ত ক্যাফেটেরিয়া ও ছাত্রছাত্রীদের জন্য আলাদা কমনরুম অত্যাবশ্যক। দ্রুত পরিকল্পনা নিয়ে এটি বাস্তবায়ন করতে হবে।
৪। একাডেমিক এরিয়ায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ:
শ্রেণিকক্ষের নিকটবর্তী এলাকায় শিক্ষার্থীদের উচ্চস্বরে আড্ডা, সংগঠনের শব্দ-সক্ষম কার্যক্রম এবং অন্য নানা উৎস থেকে শব্দ দূষণের মাত্রা অতিমাত্রায় বেড়ে গেছে। ‘নীরব এলাকা’ চিহ্নিতকরণ, সচেতনতামূলক প্রচারণা ও প্রশাসনিক নজরদারি জরুরি।
৫। বায়ু দূষণ রোধে টয়লেট ব্যবস্থার উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ:
অনেক ভবনের টয়লেট অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত, যা বায়ুদূষণের প্রধান উৎস। নিয়মিত জীবাণুনাশক ব্যবহার, ঝাড়ু ও ধুলা পরিষ্কারের ব্যবস্থা, ধূমপান নিষিদ্ধকরণ ও পর্যাপ্ত বর্জ্য বিন স্থাপন নিশ্চিত করতে হবে।
উপরোক্ত দাবিগুলো শিক্ষার্থীদের মৌলিক অধিকার, নিরাপত্তা এবং নৈতিক পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা স্মারক লিপি প্রদান করে আশা আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এসব বিষয়ে দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায়, শিক্ষার্থীরা গণতান্ত্রিক উপায়ে তাদের দাবি আদায়ে বাধ্য হবে।