
|| মো. নুরুল হুদা ||
একমত একপথ
আপন পক্ষে আছি,
সত্যকে বলি সঠিক
নই মিথ্যার কাছাকাছি।
এ পক্ষ ঐ পক্ষ
কেউ কারো নয়,
সত্যের পাশে সদা
আপন মত রয়।
এর সত্য ওর সত্য
সব সত্য প্রিয়,
এর মিথ্যা ওর মিথ্যা
রয় সেটা বর্জনীয়।
এর ন্যায় ওর ন্যায়
রাখি স্মরণীয়,
অন্যায় যারই হোক
নয় তা গ্রহণীয়।
সমস্যা তো একটাই
সদা নই কারো সাথে,
দ্বিমতে হই বিরাগভাজন
দুঃখ আসে তা সইতে!
আমার মত জনমত
যায় না সদা পক্ষে,
আপন জ্ঞানে সঠিক বিচার
যা পড়ে চক্ষে।
লেখক: কবি ও সাহিত্যিক এবং লেখক ও গবেষক, ঢাকা। রচনাকাল : ৩ মে, ২০২৫।